জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে মোঃ ওমর আলী হালদারের জালে ধরা পড়ে ২১ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ।
জানা যায়, বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় ওমর আলী পদ্মা নদীতে জাল ফেললে তার জালে পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। এরপর মাছটি ওমর আলী কেছমতের আড়তে নিয়ে এলে এখান থেকে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১২৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ২৫০ হাজার দিয়ে মাছটি কিনে নেন।
স্থানীয় কয়ে জন জেলে বলেন, এ বছর ইলিশ অভিযানে সফল হওয়ায় মাঝে মধ্যেই জালে বিভিন্ন রকম বড় বড় মাছ ধরা পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


