বিজনেস ডেস্ক: রুই, কাতলা কিংবা বোরোলি মাছের দেখা সারাবছরই মেলে ভারতের মানসাই নদীতে। মাঝে-মধ্যে বর্ষায় ইলিশেরও দেখা মেলে। কিন্তু বুধবার ধরা পড়ল একটি বিশালাকার চিতল মাছ (Chital Fish)। প্রায় ১০ কেজি ওজনের চিতলমাছ ধরা পড়েছে। যা নজিরবিহীন। চিতল মাছটি ধরা পড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভারতের কোচবিহার শীতলকুচি ব্লকের পূর্ব ভোগডাবরি এলাকায় মানসাই নদীতে।
ভুটান (Bhutan) পাহাড় থেকে নেমে এসেছে এই মানসাইনদী। ভারতের জলপাইগুড়িতে জলঢাকা, কোচবিহারে মানসাই নাম নিয়ে অতিবাহিত হয়েছে। এরপর দিনহাটার গিতালদহ সীমান্তে ধরলা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সারাবছরই এই নদীতে মাছের দেখা মেলে। বিশেষ করে এই নদীর বোরোলি মাছের খ্যাতি রয়েছে। ছোটো-ছোটো বোরোলি মাছের স্বাদ অসাধারণ।
পাশাপাশি বর্ষার সময় প্রতি বছরই মানসাই নদীতে ইলিশের দেখা মেলে। বাংলাদেশ কিংবা কাকদ্বীপের ইলিশের মতো মানসাই নদীর ইলিশের স্বাদ না হলেও খারাপ বলা চলে না। তবে এবছর এখনও ইলিশের দেখা মেলেনি সেভাবে। ফলে হতাশ হয়েছিলেন মৎস্যজীবীরা। পূজার আগে ইলিশের আশাতেই বেশ কয়েকদিন ধরেই মানসাই নদীতে জাল ফেলছেন স্থানীয় জেলেরা। কিন্তু, ইলিশ জালে না ওঠায় নিত্যদিন হতাশ মুখেই ঘরে ফেরেন জেলেরা। তবে এদিন তাঁদের হতাশা খুশিতে ভরে গিয়েছে। জেলেদের মুখে চওড়া হাসি দেখা দিয়েছে। কেবল হাসি নয়, অবাকও হয়েছেন। একজনের জালে ধরা পড়েছে বিশালাকার চিতল মাছটি (Chital Fish)।
জানা গিয়েছে, স্থানীয় মৎস্যজীবী রঞ্জিত মণ্ডলের জালেই ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিশালাকার চিতল মাছটি। মানসাই নদী থেকে এই প্রকাণ্ড চিতল মাছ ধরা পড়ায় অবাক হয়ে যান জেলেরা। জেলেদের জালে প্রকাণ্ড চিতল মাছ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। মাছটিকে (Chital Fish) দেখতে নদীপাড়ে ভিড় জমায় সাধারণ মানুষ। অনেকে বিশালাকার মাছটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অনেকে আবার মাছটির সঙ্গে সেলফিও তোলেন। মাছটি ঘিরে জেলেদের মধ্যেও উত্তেজনা ছিল তুঙ্গে।
রঞ্জিতবাবু বলেন, “প্রতিদিনের মতো আজও কয়েকজন মিলে ইলিশের লোভে মানসাই নদীতে মাছ ধরতে যাই। বিকালে হঠাৎ জাল তুলতেই দেখি, এই বড় মাছটি আটকা পড়েছে। অনেকদিন পর বড় চিতল মাছ ধরতে পেরে ভালো লাগছে।” এত বড়ো মাছ বিক্রি করতে সমস্যা হয়নি। কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় মাছটি (Chital Fish)। মানসাই নদীর পাড়েই ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বিশালাকার চিতল মাছটি।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।