জুমবাংলা ডেস্ক: পটুয়াখালীর মহিপুরে মাহাবুব মাঝি (৪৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ টি পাখি মাছ।এর একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় এ মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা।
উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী ১০ হাজার টাকায় কিনে নেন। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে।
জেলে মাহাবুব মাঝি জানান, প্রায় এক সপ্তাহ আগে বাঁশখালির এফবি মামুন নামের একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাই। পরে সোমবার সোনার চর সংলগ্ন এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ মাছগুলো ধরা পড়ে। এর মধ্যে একটি মাছের ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তবে এ মাছের চাহিদা না থাকায় দাম অনেকে কম পেয়েছেন। তাই তিনি হতাশা প্রকাশ করেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমটির বেগে দৌড়ায়।গভীর সাগরে চলাচলকারী এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়েনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।