শনিবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, গত মার্চ মাস থেকেই প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর এক ছেলেকে আটকে রেখেছে দেশটির কর্তৃপক্ষ।
রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে মার্কিনভিত্তিক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহকে সম্ভবত অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। এছাড়া সৌদি কর্তৃপক্ষ তাকে বেআইনি ভাবে নিখোঁজ করে দিয়েছে বলেও জানানো হয়।
এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের মধ্য প্রাচ্যের উপ-পরিচালক মাইকেল পেজ বলেন, মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনী আচরণ অব্যাহত রয়েছে। এখন আমাদের সুস্পষ্ট আইনী ভিত্তি ছাড়া সৌদিতে আটক থাকা কয়েকশ মানুষের সঙ্গে প্রিন্স ফয়সালকেও যুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মানবাধিকার গোষ্ঠীটি আরো জানিয়েছে, গত ২৭ মার্চ রিয়াদের উত্তর-পূর্বে প্রিন্স ফয়সালের কম্পাউন্ড থেকে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। মহামারি করোনভাইরাসের কারণে সেখানে সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। তাকে সম্পূর্ণ বিনা অভিযোগে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
প্রিন্সে ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেনা তার পরিবারের সদস্যরা। হৃদরোগ থাকার কারণে তার স্বাস্থ্য নিয়ে বিশেষত উদ্বেগ প্রকাশ করেছে পরিবার।
জানা গেছে, এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছিল। এরপর ২০১৭ সালের শেষ দিকে জেল থেকে মুক্তি পান তিনি।
সূত্র- মিডল ইস্ট মনিটর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।