জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্রহ্মাস্ত্র নিয়ে কেআরকে’র খোঁচা

বিনোদন ডেস্ক : ফিল্ম সমালোচকের কাজ আগেই ছেড়ে দিয়েছেন, কিন্তু কথায় কথায় বলিউডকে খোঁচা দেওয়া এখনো বন্ধ করেননি কামাল আর খান (Kamal R Khan)। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। জেলে গিয়েওছিলেন নিজের দোষেই। পুরনো দুটি টুইটের জেরে গ্রেফতার হয়েছিলেন কেআরকে। ছাড়া পাওয়ার পর কিছুদিন শান্ত ছিলেন তিনি। এখন আবার আগের রূপে ফিরে গিয়েছেন কেআরকে।

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ এবং প্রযোজক করন জোহরকে কটাক্ষ করে একটি টুইট করেছেন তিনি। তাঁর মতে, ব্রহ্মাস্ত্র বক্স অফিসে ফ্লপ করেছে। কিন্তু করন এবার আর তাঁর ঘাড়ে দোষ চাপাতে পারবেন না। কারণ তিনি রিভিউ-ই দেননি ছবিটার।

টুইটে কেআরকে লিখেছেন, ‘আমি ব্রহ্মাস্ত্রর রিভিউ দিইনি, তাও কেউ হলে দেখতে যাইনি ছবিটি। ফলে এটা বাজে ভাবে ফ্লপ করেছে। আশা করি এই ব‍্যর্থতার জন‍্য করন জোহর আমাকে দোষারোপ করবেন না অন‍্য বলিউডি লোকজনদের মতো।’

অদ্ভূত ভাবে ব্রহ্মাস্ত্র যথেষ্ট ভাল ব‍্যবসা করেছে এক সপ্তাহে। ভারতের বক্স অফিসে সব ভাষায় মোট ১৭০ কোটি টাকার ব্যবসা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র। আর বিশ্বের বক্স অফিসে ৩০০ কোটি ছুঁয়ে ফেলেছে এই ছবি।

প্রসঙ্গত, জেল থেকে ছাড়া পাওয়ার পর অদ্ভূত সব টুইট করে চলেছেন কেআরকে। কিছুদিন আগে তিনি দাবি করেছিলেন, লক আপে ১০ দিন ধরে শুধু জল খেয়ে বেঁচেছিলেন তিনি। তাই তাঁর ১০ কেজি ওজন কমে গিয়েছে। কেআরকেরর টুইটের উত্তরে হাসাহাসি শুরু হয়েছিল নেটপাড়ায়।

একজন বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলেন, পরিশ্রম করে আর শুধু জল খেয়ে থাকলেও কি ১০ দিনে ১০ কেজি ওজন কমে যাওয়া সম্ভব? চিকিৎসা বিজ্ঞানে কি আদৌ এটা সম্ভব? আরেকজন কেআরকের একটি ছবি শেয়ার করে লিখেছেন, বাকি ৮ কেজি রয়েছে। সেটা সামলে রাখুন।

আবার এক নতুন টুইটে কেআরকে লেখেন, ‘আমি ভাবছি খুব তাড়াতাড়ি একটি রাজনৈতিক দলে যোগ দেব। কারণ দেশে সুরক্ষিত থাকার জন‍্য নেতা হওয়া দরকার, অভিনেতা নয়।’ অনেকে আবার তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন।