বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। শোবিজ ক্যারিয়ার নয়, ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে আলোচনার খোরাক হয়েছেন বেশি।
শুক্রবার তাদের কিছু ছবি অনলাইনে আসতেই পুরোনো কেচ্ছা স্মরণ করছেন অনেকে। এক সময় গুজব উঠে বিয়ে করেছেন জেসিয়া ও সালমান। তবে বরাবরই অস্বীকার করেছেন।
মজার বিষয় হলো- নতুন স্থিরচিত্রে তাদের বর-কনের বেশে দেখা গেছে। সেই ছবিগুলো ফেইসবুকে শেয়ার করেন জেসিয়া নিজেই। সঙ্গে জুড়ে দেন ক্যাপশন। সেখানে প্রশংসা করেন সালমানের। জানান, আত্মহ*ত্যা থেকে ফিরিয়েছিলেন তাকে।
লাক্স মেডিস্পার হয়ে এবার শুট করেন তারা। জেসিয়া আরও জানান, তাদের নিয়ে লোকজনের কথাবার্তা শুনে ভয় পেয়ে যান এখনো।
তিনি বলেন, “ছবির এই লোকটি বিস্ময়কর। হ্যাঁ, তার সঙ্গে আমার অতীত আছে। তবে আবার দেখা হওয়ায় আমি খুশি। যখন আমি আত্মহত্যাপ্রবণ ছিলাম, তিনি শিখিয়েছিলেন কীভাবে বাঁচতে হবে। যখন গোটা পৃথিবী আমাকে নিচে নামানোর চেষ্টা করেছে, তিনি সাহসী হতে শিখিয়েছিলেন।”
যা ঘটে ভালোর জন্য ঘটে- উল্লেখ করে সালমান মুক্তাদিরের সুন্দর ও সুখী ভবিষ্যৎ কামনা করেন এই মডেল-অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।