স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের ফাইনাল ম্যাচে নোভাক জোকোভিচকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভ।
২৫ বছর বয়সী মেদভেদেভের এটিই প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এর আগে দুইবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি তিনি। যার মধ্যে ছিলো গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে সরাসরি সেটের পরাজয়।
এদিকে রবিবার (১২ সেপ্টেম্বর) রাতের ফাইনাল ম্যাচটি জিততে পারলে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছাড়িয়ে ২১টি গ্র্যান্ড স্লাম হয়ে যেতো জোকোভিচের। এখন এই রেকর্ডের জন্য নতুন বছরের অপেক্ষায় থাকতে হবে ৩৪ বছর বয়সী এ তারকা খেলোয়াড়কে।
প্রসঙ্গত, চলতি বছর আগেই অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার সামনে ইউএস ওপেন জিতে একই বছর পুরো চারটি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়ার। কিন্তু তা হতে দেননি মেদভেদেভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।