জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. জাফর আলী। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদকে পরাজিত করতে তার অনুসারী নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করেছেন।
জোটের প্রার্থীকে পরাজিত করতে নানা রকম হুমকি-ধমকি দিয়ে আসছেন তার অনুসারীরা। এমন অভিযোগে খোদ জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদের। প্রতিকার চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন তিনি।
সূত্র বলছে, জাফর আলীর পুত্র রেদওয়ানুল হক দুলাল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। মূলত জাফর আলী তার পুত্র দুলালকে দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করছেন। এমনকি আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে যারা জোটের প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্রে জানা যায়, রেদওয়ানুল হক দুলাল মাদক সেবন ও মাদক ব্যবসায়ীর সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন। এলাকায় মাদকের গডফাদার হিসেবে তিনি পরিচিত। এছাড়া, পেশী শক্তির প্রভাব দেখিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক টেন্ডার দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার ১৪ দলীয় জোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ফের সমালোচিত তিনি।
এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে কুড়িগ্রাম-২ আসনসহ দেশের আরও ২৫টি আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেয়। যেখানে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম-২ আসনে জোটভুক্ত (লাঙল) প্রার্থী থাকার কারণে দলীয় মনোনয়ন প্রত্যাহার করা হলো।
এই চিঠি পাওয়ার পরই বিদ্রোহ ঘোষণা করেন মনোনয়ন প্রত্যাহারকারী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। স্বতন্ত্র প্রার্থী খন্দকার হামিদুল হকের (ট্রাক প্রতীক) হয়ে মাঠে ময়দানে ভোট প্রার্থনা করছেন তিনি। এতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সভাপতির গ্রুপ স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) হয়ে কাজ করছেন আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুবলীগ ও ছাত্রলীগের বৃহৎ অংশটি জোটের প্রার্থী লাঙ্গলের হয়ে ভোট প্রার্থনা করছেন। দু’গ্রুপের এমন বিভক্তিতে বিভ্রান্ত তৃণমূল নেতাকর্মীরা।
আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা নিঃসন্দেহে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ব্যক্তি স্বার্থে লড়ছেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ রুহুল আমিন দুলাল বলেন, মাননীয় নেত্রী নৌকা প্রত্যাহার করে লাঙ্গল দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো কাজ করব না।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর জ্যেষ্ঠ পুত্র রেদওয়ানুল হক দুলাল কর্তৃক হুমকির বিষয়ে পনির উদ্দিন আহমেদের (লাঙ্গল প্রতীক) লিখিত অভিযোগের প্রেক্ষিত একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।