বিনোদন ডেস্ক: জোর করে সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তের ওপর রেগে যেতে দেখা গেছে হৃত্বিক রোশানকে। দুই ছেলে হৃহান রোশান ও হৃধান রোশানকে নিয়ে রনবীর কাপুর ও আলিয়া ভাটের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ দেখে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিষয়টি দেখা যায়।
এ সপ্তাহে মুক্তি পেয়েছে হৃত্বিক ও সাইফ আলী খানের সিনেমা ‘বিক্রম বেদা’র ট্রেইলার। একই নামের তামিল সিনেমার এই রিমেক আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে।
ওই ভিডিওতে দেখা যায়, ছেলেরা গাড়িতে উঠছে এবং হৃত্বিক গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। সে সময় এক তরুণ হৃত্বিকের কাছে গিয়ে জোর করে সেলফি তোলার চেষ্টা করেন। এতে রাগ ও বিরক্ত হন তিনি। পরে এক নিরাপত্তারক্ষী তাকে সরিয়ে দেন।
কয়েক সপ্তাহ আগে মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানের সঙ্গেও এ ধরনের ঘটনা ঘটে। এক ভক্ত জোর করে ছবি তুলতে যাওয়ায় বিরক্ত হন কিং খান। সে সময় ছেলে আরিয়ান খানও তার সঙ্গে ছিলেন।
চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে হৃত্বিক ও সাইফ আলী খানের সিনেমা ‘বিক্রম বেদা’র ট্রেইলার। একই নামের তামিল সিনেমার এই রিমেক আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন পুষ্কর গায়িত্রী।
মুক্তির প্রথম দিনেই যত কোটি আয়ে বক্স অফিস দখলে নিল ‘ব্রহ্মাস্ত্র’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।