জুমবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পারিবারিক কুকুরের নাম কমান্ডার। জো বাইডেন এই কুকুরটি পুষতে শুরু করেছিলেন ২০২১ সালের ডিসেম্বর থেকে। এরপর বাইডেন পরিবারের সঙ্গে কুকুরটিও হোয়াইট হাউসে বসবাস করতো। কিন্তু ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত হোয়াইট হাউস এবং অন্যান্য স্থানে গোয়েন্দা সংস্থার সদস্যদের ২৪ বার কামড় দিয়েছে। ফলে কমান্ডারকে হোয়াইট হাউস ছাড়তে হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি সিএনএন-এর একটি রিপোর্টে বলা হয়েছে, কমান্ডার গোয়েন্দা সংস্থার সদস্য বা এজেন্টদের অনেককে কামড় দিয়েছে। হোয়াইট হাউসের বাইরেও এই ঘটনা ঘটেছে। এজেন্টদের হাতের কব্জিতে, কনুইতে, বুকে, উরুতে এমনটি কাঁধে কামড়ানোর ঘটনাও ঘটিয়েছে জো বাইডেনের কুকুর।
২০২৩ সালের জুন মাসে এক এজেন্টকে এমনভাবে কামড় দিয়েছিলো যে, তার বাহুতে সেলাই দিতে হয়েছিল। প্রায় ২০ মিনিট ধরে আক্রান্ত স্থান থেকে রক্ত ঝরেছিল। আরেক এজেন্টের বেলায় ঘটনাটি অন্যরকম। কমান্ডারের কামড় খাওয়ার পরে তার সেলাই লেগেছিল মোট ছয়টি। দীর্ঘদিন তাকে চিকিৎসা নিতে হযেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।