Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়ে পড়েছে হাড় পর্যন্ত
    আন্তর্জাতিক

    জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়ে পড়েছে হাড় পর্যন্ত

    Soumo SakibMay 19, 20252 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যানসারটি ইতিমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে।

    জো বাইডেন প্রোস্টেট৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান। এরপর শুক্রবার (১৬ মে) তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। ক্যানসারটি বেশ আক্রমণাত্মক ধরনের, এবং তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯ — যা উচ্চ ঝুঁকিপূর্ণ ক্যানসারের ইঙ্গিত দেয়।

    যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে-এর মতে, এই ধরনের গ্লিসন স্কোর বিশিষ্ট ক্যানসারকে ‘হাই গ্রেড’ বা উচ্চ মাত্রার ক্যানসার হিসেবে ধরা হয়, যা দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। গ্লিসন স্কোর সাধারণত প্রোস্টেট ক্যানসারের কোষের গঠন, বিস্তার এবং কতটা আগ্রাসী সে বিষয়ে ধারণা দেয়।

    বাইডেনের কার্যালয় আরও জানায়, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। এ অবস্থায় তিনি ও তার পরিবার বিভিন্ন চিকিৎসাপদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।

    ক্যানসার ছড়িয়ে পড়তে শুরু করলে তা ‘স্টেজ ৪’ বা রোগের চতুর্থ পর্যায় হিসাবে ধরা হয়। তবে প্রস্টেট ক্যানসার সাধারণত আরও আগেই চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা শুরু হলে প্রস্টেট ক্যানসার সম্পূর্ণ নির্মূল করাও সম্ভব বলে মত চিকিৎসকদের একাংশের। সংবাদ সংস্থা রয়টার্স ‘সেন্টার্‌স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন’-এর তথ্য উল্লেখ করে জানিয়েছে ২০২১ সালে ২.৩০ লক্ষ মানুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ৭০ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, মূত্রাশয়ের বাইরে ক্যানসার ছড়ানোর আগেই রোগ ধরা পড়েছে। বাইডেনের ক্যানসার যে পর্যায়ে ধরা পড়ল, ২০২১ সালে মাত্র আট শতাংশ ক্ষেত্রে তা হয়েছে।

    এই খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির নেতারা বাইডেনের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ মাধ্যমে এক পোস্টে বলেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া বাইডেনের অসুস্থতার খবর শুনে অত্যন্ত ব্যথিত। তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

    ডেমোক্রেট প্রতিনিধি রো খান্না এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘জো ও জিল সব সময় সংগ্রাম করেছেন। আমি নিশ্চিত, তারা সাহস ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জও জয় করবেন।’

    এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও বয়স ও স্বাস্থ্যগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হন বাইডেন। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

    একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত

    ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে, ত্বকের ক্যানসারের পর যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় প্রোস্টেট ক্যানসার। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে অন্তত ১৩ জন জীবনের কোনো না কোনো সময়ে এই রোগে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Biden health update Joe Biden cancer prostate cancer আক্রান্ত আন্তর্জাতিক ক্যানসার ছড়িয়ে পড়া ক্যানসারে ছড়িয়ে জো জো বাইডেন পড়েছে? পর্যন্ত প্রোস্টেট প্রোস্টেট ক্যানসার বাইডেন বাইডেন স্বাস্থ্য মার্কিন রাজনীতি হাড় হাড়ে ক্যানসার
    Related Posts
    যন্ত্র

    ব্যাপক বিক্রি হচ্ছে এই যন্ত্র

    July 15, 2025
    নিমিশা প্রিয়া

    ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত

    July 15, 2025
    Dress

    ভারতের এই গ্রামে মেয়েদেরকে কাপড় ছাড়াই থাকতে হয়

    July 15, 2025
    সর্বশেষ খবর
    Mobile Operators

    বাড়ছে মব সহিংসতা, মোবাইল অপারেটরদের সহযোগিতা চায় সরকার

    Gazipur (Sripur)-1

    এলাকাবাসীর উদ্যোগে কাঠের সেতু, দশ গ্রামের দুর্ভোগের অবসান

    Mobile Scam

    মোবাইল ফোনে প্রতারণা: মোটা টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

    এনবিআর

    বদলির আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ করায় ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

    image

    জাতীয় বিশ্ববিদ্যালয়-ইউনিসেফ চুক্তি সই

    Arm

    দ্বিগুণ হলো লাইসেন্স ফি, চাইলেই মিলবে না অস্ত্র

    তিস্তা

    অনুমোদন পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে: পরিবেশ উপদেষ্টা

    image-5

    ব্রিতে দীর্ঘমেয়াদি ফসফরাস ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক কর্মশালা

    Google Pixel Fold 4

    Google Pixel Fold 4: Price in Bangladesh & India with Full Specifications

    image

    ধীরাশ্রমে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.