এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলছিল। সেখানে তিন যুবকও ছিলেন। পার্টিতে তাকে যে কোমল পানীয় দেওয়া হয়েছিল তা খেয়ে তিনি বেহুঁশ হয়ে যান। রাত সাড়ে ১২টা নাগাদ তার জ্ঞান ফেরে। তিনি নিজের পোশাক অবিন্যস্ত দেখে বুঝতে পারেন তিনি অজ্ঞান থাকাকালীন তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কলকাতার তালতলা থানায় এই তরুণী অভিযোগ জানান যে, তাকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ওই তরুণী।
জানা যায়, ঘটনার পর তিনি সেই সময় কাউকে কিছু না বলে বাড়ি ফিরে আসেন। পরের দিন তালতলা থানায় অভিযোগ করেন তিন যুবকের বিরুদ্ধে। তিন যুবকই সেখানে ছিলেন বলে অভিযোগে জানিয়েছেন ওই তরুণী। তালতলা থানার এক কর্মকর্তা বলেন, ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকায়। কিন্তু আমরা তরুণীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করি। গ্রেপ্তার করি তিন অভিযুক্তের একজন নাভেদ আলমকে। জানা গেছে, নাভেদের বাড়ি পার্ক স্ট্রিট থানা এলাকার বেডফোর্ড লেনে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার নাভেদকে আদালতে পাঠানো হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩২৮ এবং ৩৪ ধারায় (যৌন হেনস্থা) (মাদক খাওয়ানো) এবং যড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে নাভেদের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।