জুমবাংলা ডেস্ক : সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণ মিয়াপাড়া গ্রামে শুক্রবার সকালে রিমা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের এনামুল হকের মেয়ে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক ও তার স্ত্রী ঢাকায় শ্রমিকের কাজ করেন। আর রিমা খাতুন দক্ষিণ মিয়াপাড়ার বাড়িতেই দাদা-দাদীসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকত। কয়েকদিন আগে এনামুল হক ও তার স্ত্রী বাড়ি ফেরেন। তারপর থেকেই রিমা সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে থাকে। স্থানীয়ভাবে ওষুধ খেয়েও সুস্থ হয়ে ওঠেনি রিমা। পরে এ অবস্থায় শুক্রবার সকালে রিমা বাড়িতেই মারা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, রিমার মুত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেপিড রেসপন্স টিম নমুনা সংগ্রহ করেছে। সেই নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে রিমা খাতুন করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি-না। আপাতত সামাজিক নিরাপত্তার জন্য ওই বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।