জুমবাংলা ডেস্ক : ২০২৫ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল আমদানির দুটি প্রস্তাব ছাড়াও স্পট মার্কেট থেকে চলতি বছরের জন্য সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৬ষ্ঠ সভা এ প্রস্তাবগুলো অনুমোদন দেয়।
বৈঠক সূত্রে জানা যায়, এ বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেয়া তিনটি প্রস্তাবই নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় বা আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
অপর এক প্রস্তাবে ২০২৫ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড ওয়েল) আমদানির নিমিত্ত সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দেয়া হয়।
এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবে দেশে গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।