জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে যে নির্দেশনা দিলেন জ্বালানি উপদেষ্টা

জুমবাংলা ডেস্ক : দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে আসন্ন শীত মৌসুম আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়গুলো ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা ও কম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম

Previous Article

পাচারের টাকায় বিশ্বের ধনীদের তালিকায় সামিটের আজিজ, ধনকুবের হয়েছেন সিঙ্গাপুরে

Next Article

আধুনিক মোবাইল ফোনে অ্যানটেনা থাকে না যে কারণে