আন্তর্জাতিক ডেস্ক : জ্যান্ত কুমিরকে গিলে খাওয়ার চেষ্টা করেছে বিশালাকার অ্যানাকোন্ডা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ব্রাজিলে।
এক ভিডিওতে দেখা যায়, কুমিরটিকে পেঁচিয়ে ধরে আছে বিশালাকার একটি অ্যানাকোন্ডা। এরপর তাকে পুরোটাই গিলে ফেলার চেষ্টা করছে।
ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ আগস্ট ঘটনাটি ঘটেছে। তবে সম্প্রতি তা পোস্ট করার পর নেটিজেনদের নজর কাড়ে।
ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা প্রাণী দু’টিকে আলাদা করার জন্য অ্যানাকোন্ডার কোমরে দড়ি বেঁধেছেন। দেরনান্দো রেইস নামে এক বাসিন্দা জানান, বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান- একটি অ্যানাকোন্ডা আরেকটি কুমিরকে খেয়ে ফেলার চেষ্টা করছিল। মানুষজন জমায়েত হয়ে তাদের আলাদা করার চেষ্টা করছে। আর ঘটনাটি ঘটছিল একটি রাস্তার উপর।
অ্যানাকোন্ডাটির দৈর্ঘ্য ছয় ফুট। আর কুমিরটির আকৃতিও বেশ বড়। শেষ পর্যন্ত অবশ্য তাদের আলাদা করা গেছে। প্রাণ নিয়ে জঙ্গলে ফিরেছে কুমিরটি।
ভিডিওটি দেখতে পারেন :
Ê CAROÇO! 😳
Uma sucuri foi flagrada tentando engolir um jacaré na área de um condomínio na Ponta Negra. 🐍🐊 pic.twitter.com/d3JlCQm3Ey
— Manaus Pop (@manaus_pop) August 17, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।