বৃহস্পতিবার (১১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালাই ময়েন উদ্দীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ‘বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন’ এর আয়োজনে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন সেনাবাহিনীর প্যাথোলজিস্ট লে. কর্নেল ডা. তাহমিনা আক্তার, গাইনোকোনলজিস্ট লে. কর্নেল ডা. উম্মে রুমান এবং ক্যাপটেন ডা. সামিরা।
পরে স্থানীয় সাংবাকিদের সঙ্গে ‘প্রেস ব্রিফিং’ করেন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকা লে. কর্নেল মোহাম্মদ মনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, কালাই ময়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল আলীম, সহ-সভাপতি এসএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংবাদিক শাহিদুল ইসলাম সবুজ, শাহারুল আলম, শামীম কাদির প্রমুখ।
’
লে. কর্নেল মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, এ জেলার সকল গর্ভবতী মায়ের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা, সন্দেহভাজনদের করোনা টেস্ট এবং অন্যান্য সেবা দেওয়া হবে এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও জরুরী সেবা দেওয়া হবে। অন্যদিকে এসব গর্ভবতী নারীরা স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ পেয়ে দারুণ খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।