জুমবাংলা ডেস্ক: “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুক্রবার বেলা ১১টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক ও জনপদ বিভাগ ও বিআরটিএ যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চলনায় অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক নাজমুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনি, মটর মালিক গ্রুপের সদস্য আইয়ুব হোসেন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল বারী প্রমুখ। জেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।