জুমবাংলা ডেস্ক: ’স্মার্ট ফোনে আশক্তি, পড়াশোনায় ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে জয়পুরহাটে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জয়পুরহাট ইন্সটিটিউট অব মিনারোলজি ও মেটালারজি’র পরিচালক ড. নাজিম জামান প্রমূখ। জয়পুরহাটে আয়োজিত ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলায় ৩৫ টি স্টল স্থান পেয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।