জুমবাংলা ডেস্ক: মুজিব শতবর্ষের উপহার হিসেবে জয়পুরহাট জেলা পুলিশের নির্মাণ করা বাড়ি পাচ্ছে জেলার পাঁচ উপজেলার ৫টি সহায় সম্বলহীন অসহায় পরিবার।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের সার্বিক দিক নির্দেশনায় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় জয়পুরহাটে জেলা পুলিশ সহায় সম্বলহীন ও অসহায় ৫ পরিবারের জন্য ৫টি বাড়ি নির্মাণ করে। ইতোমধ্যে বাড়ি গুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল রোববার জয়পুরহাটসহ দেশে পুলিশের সার্বিক তত্বাবধানে নির্মিত ৫৬৫টি বাড়ির উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করা হয়। জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের রাস্তার পাশে টিনের ছাপড়া ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর অবস্থায় বসবাস করতেন অসহায় বিধবা শামসুন্নাহার। স্বামীর মৃত্যর পর দুই ছেলে নিয়ে ভিক্ষা করে সংসার চালাতেন কোনমতে । নিজের কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি নাই। সেখানে নিজের বাড়ি যেন অনেকটা দু:স্বপ্ন। জেলা পুলিশের নির্মিত বাড়ি পেয়ে শামসুন্নাহারের খুশির যেন শেষ নাই। ঠিক এমনি ভাবে কালাই উপজেলার হিমাইল গ্রামের হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের প্রধান হাবিবুর রহমান, জয়পুরহাট সদরের হাতিল গারিয়াকান্ত গ্রামের সোনালী বেগম, আক্কেলপুর উপজেলার জিয়ানিপাড়া গ্রামের রশিদা বেওয়া, ক্ষেতলাল উপজেলার কুসুমশহর গ্রামের হতদরিদ্র ও সহায় সম্বলহীন মোছা: মাহফুজা পুলিশের দেওয়া বাড়ি পেয়ে খুশি বলে জানান। বাড়ির মধ্যে রয়েছে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট ও লম্বা বারান্দা। প্রত্যেক বাড়িতে বৈদুতিক সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা ও চলাচলের সুবির্ধার্থে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানান, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।