
জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্রাই-দীঘিপাড়া গুচ্ছগ্রামের নিজ বাড়ি থেকে শনিবার সকালে ১৪ বস্তা সরকারি চালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
Advertisement
আটক রানা মিয়া (৩৩) উপজেলার মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল মালেক জানান, আটক রানা মিয়া দীঘিপাড়া গুচ্ছগ্রামের নিজ বাড়িতে অবৈধভাবে সরকারি চাল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে তার বাড়িতে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত রাখা ১৪ বস্তা সরকারি চাল জব্দসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় কালাই থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


