জুমবাংলা ডেস্ক: ২ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৭৪১ টাকা ব্যয় সাপেক্ষে জয়পুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ নির্মাণ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করেছে সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ভবনটির নির্মাণ সম্পন্ন করতে ব্যয় হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৭৪১ টাকা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের উন্নত পরিবেশে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের হারানো গৌরব ফিরে দিয়ে তাদের জন্য নানা উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ করেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতার পরিমান দ্বিগুণ করা। ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জমি দিয়ে সেখানে বাড়ি তৈরির ব্যবস্থা করা, সহজশর্তে ঋণ প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকারী এদেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা এখন সমাজে মাথা উঁচু করে চলতে পারছেন বলে জানান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। মুক্তিযোদ্ধাদের জন্য সুসজ্জিত ভবন পেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা খুশি বলেও জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।