Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট উপভোগ করেছেন। খবর ইউএনবি’র।
তিনি ভেন্যুতে পৌঁছালে সবাই তাকে স্বাগত জানায় বলে তার উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন জানিয়েছেন।
এ সময় কনসার্টে গান পরিবেশন করা শিল্পীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে আরও যোগ দেন শেখ রেহানা, সায়মা ওয়াজেদ ও রাদওয়ান মুজিব সিদ্দিক।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণ শাখা ইয়ং বাংলা গত ছয় বছর ধরে আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করছে।
১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যোন) সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি উপলক্ষে সিআরআই প্রতি বছর কনসার্টের আয়োজন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



