আন্তর্জাতিক ডেস্ক : ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না বলে অভিযোগ তুলে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের তিন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইইউ এক বিবৃতিতে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী যেকোনো পদক্ষেপ নেয়া থেকে তেহরানকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে পরিপূর্ণ সহযোগিতা করার জন্যও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপ।
তিন ইউরোপীয় দেশ ও ইইউ এমন সময় ইরানের প্রতি এ আহ্বান জানাল যখন তেহরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও ইউরোপীয়রা তাদের কোনো প্রতিশ্রুতি মেনে চলছে না।
২০১৮ সালের মে মাসে আমেরিকার এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এই ইউরোপীয় দেশগুলো তেহরানকে পরমাণু সমঝোতা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। এসব দেশ ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে এ সমঝোতার আওতায় ইরানকে প্রয়োজনীয় আর্থিক সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু এক বছরেও এসব দেশ ও ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে। একইসঙ্গে তেহরান ইইউকে ৬০ দিনের সময় বেধে দিয়ে জানায়, এ সময়ের মধ্যে সমঝোতা বাস্তবায়নে অপারগ হলে ইরান দ্বিতীয় দফায় আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসবে।
গত ৬ জুলাই ইরান সে হুমকি বাস্তবায়ন করে এবং তার ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর তৃতীয় দফা পদক্ষেপ নেয় ইরান। তেহরান ঘোষণা করে, আগামী দুই মাসের মধ্যে ইউরোপ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে ৬ নভেম্বর চতুর্থ দফা পদক্ষেপ বাস্তবায়ন করবে ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।