আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বুলন্দশহরে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারীসহ সাতজন তীর্থযাত্রীর প্রাণহানি হয়েছে।এরা সকলেই একই পরিবারের সদস্য। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
এনডিটিভির খবরে বলা হয়, তীর্থযাত্রীরা উত্তরপ্রদেশের হাথরাসের বাসিন্দা। তারা গঙ্গায় পুণ্যস্নান করতে এসেছিলেন। গঙ্গাস্নানের পর তারা নারাউড়া ঘাট থেকে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেন, পথে রাত হয়ে গেলে ওই ফুটপাতে ঘুমিয়ে পড়েন । শুক্রবার সকালে একটি চলন্ত বাস ফুটপাতের উপর উঠে পড়লে চাকার পিষ্ট হয়ে তারা মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন চার মহিলা ও তিন শিশু।
সেদেশের পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।