আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। এই ধারায় জম্মু-কাশ্মীরকে বিশেষ স্বশাসিত মর্যাদা দেয়ার উল্লেখ রয়েছে। আর এই ধারা প্রত্যাহার করে নেয়ায় উত্তাল গোটা কাশ্মীর।
এদিকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরানোর পর থেকেই বাড়ছে ভারত-পাকিস্তান সম্পর্কে চাপ৷ একের ওপর এক নিত্যনতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে পাকিস্তান। এর ফলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক যখন তলানিতে ঠিক এমন পরিস্থিতিতেই ভারতের গুজরাত, তামিলনাড়ু উপকূল দিয়ে জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানায়, সম্প্রতি পাকিস্তানি দুই লস্কর জঙ্গি ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়। আর তাদের কাছ থেকেই উঠে আসে একাধিক গোপন তথ্য।
জানা গেছে, পাকিস্তানি জঙ্গি খালিল ও নাজিম ভারতে কাশ্মীরে নাশকতার ছক নিয়ে অনুপ্রবেশ করেছিল। তবে তার আগেই ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে যায় তারা। এক ঝাঁক অনুরপ্রবেশকারী জঙ্গিরা মোট ১০ জনের দল নিয়ে ঢুকেছিল, যার মধ্যে ৭ জন পাকিস্তানি ও ৩ জন আফগানিস্তানের বাসিন্দা।
ওয়ান ইন্ডিয়া জানায়, কাশ্মীরের বুকে হামলার ফের বড়সড় ছক কষছে লস্কর-ই-তৈবা। আর এই নাশকতা ছড়াতে পাকিস্তানি সেনা তাদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।
ভারতীয় সেনার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে জঙ্গি খালিল নাজিম আরও জানিয়েছে, এর আগে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ নিত। সেখানে লস্কর ই তৈবার ক্যাম্পে চলত তাদের প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণ শিবিরে নিজে কে তৈরি করার পরই পাকিস্তানি সেনার মদতে ভারতে নাশকতা ঘটাতে পাঠানো হয় তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।