জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির রাজাপুরের কেওতা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণকে কেন্দ্র করে এক প্রার্থীর কর্মীদের হামলায় অপর প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকাল ১১টার দিকে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা আক্তার লাইজুর সমর্থকদের ওপর হামলা করে অপর প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর লোকজন। এ সময় লাইজুর পাঁচ সমর্থক আহত হন।
আফরোজা আক্তার লাইজু অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় আমার পাঁচ কর্মী আহত হয়েছেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
অভিযোগ অস্বীকার করে মিলন মাহমুদ বাচ্চু বলেন, নির্বাচনের শুরু থেকে লাইজু প্রভাব বিস্তার করে আসছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। আমার কোনো সমর্থকরা কাউকে মারধর করেনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ভোটের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি কেন্দ্রে মারামারির খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি স্বভাবিক করেছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি, দিলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।