আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় চার পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে ঝাড়খন্ডের লাতেহারে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। এতে এক পুলিশ কর্মকর্তা এবং আরও তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় থানার কাছেই হামলা চালায় মাওবাদী স্কোয়াড। পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।
কমপক্ষে ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি চালিয়েছে মাওবাদীরারা। এই লাতেহারেই বৃহস্পতিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ওই জনসভায় তিনি বলেছিলেন, মাওবাদী উপদ্রুত এলাকা থেকে ঝাড়খণ্ড মুক্তি পাচ্ছে বিজেপির আমলেই। মুখ্যমন্ত্রী রঘুবর দাস এর সরকারের আমলেই এটা হচ্ছে। অমিত শাহের জনসভার পরেই ভয়াবহ হামলায় রক্তাক্ত হলো লাতেহার।
চন্দোয়া থানা থেকে টহল দিচ্ছিল পুলিশ ভ্যান। সেটি ঘিরে ফেলে মাওবাদীরা। এলোপাতাড়ি গুলি চালাতে থাকে তারা। অপরদিকে পুলিশও গুলি চালায়। দু’পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। পরে এক পুলিশ কর্মকর্তা ও তিন পুলিশ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।