Advertisement
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে বিজিবি একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকেলে মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির জেসিও সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্রামের একটি খড়ের গাদা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পিস্তল ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, বিজিবি থানায় সরবরাহ করা অস্ত্র ও গুলির বিষয়টি হস্তান্তর করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।