Advertisement
জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় মঙ্গলবার দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি। খবর ইউএনবি’র।
ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার ভোর রাতে জলুলী বিওপির সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মগদাসপুর মাঠ থেকে ৭ জন পুরুষ, ৫ জন নারী, ৫টি শিশু ও একজন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে।
বিজিবির তথ্য মতে, গত কয়েক সপ্তাহে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ৩৫৩ জনকে আটক করেছে বিজিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।