Advertisement

জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহে চিকিৎসক-নার্সসহ আরও আটজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে পাওয়া প্রতিবেদন এই আটজনের পজেটিভ আসে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন সেলিনা বেগম।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে রয়েছেন শৈলকুপার একজন চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জের একজন চিকিৎসক ও একজন নার্সসহ তিনজন আর কোটচাঁদপুরে একজন। এ নিয়ে ঝিনাইদহে মোট ২১ জনের কোভিড-১৯ শনাক্ত হলো।
গত শনিবার ঝিনাইদহে প্রথম দুইজনের কোভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে রয়েছেন ঢাকাফেরত ৩৫ বছর বয়সী এক নারী আর মাদারীপুর থেকে আসা ৩২ বছর বয়সী এক ব্যক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



