
জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহে নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫২১ জনে। খবর ইউএনবি’র।
Advertisement
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৪ টি পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার আট, কালীগঞ্জ ও শৈলকুপার ১০ জন করে, হরিনাকুন্ডুতে চার এবং কোটচাদপুর উপজেলার দুজন রয়েছেন।
তিনি আরও জানান, মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯২৮ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। জেলায় করোনায় মোট মারা গেছেন ২২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।