Advertisement
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৬মার্চ) বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মুর্শিদা বেগম জানান, ঝড়ে বড় কালিহর গ্রামে মৃত আঃ খালেকের স্ত্রী নুরজাহান বেগম, মৃত আব্দুল হাইয়ের স্ত্রী রহিমা বেগম ও মৃত আব্দুল কদ্দুসের স্ত্রী রাবিয়া খাতুনের ঘর লন্ডভন্ড করে দিয়েছে। এছাড়া গাছগাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।
স্টেশন রোড এলাকার বাসিন্দা আলী হায়দার রবিন জানান, ঝড়ে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে গাভীশিমুল এলাকাসহ বিভিন্নস্থানে গাছপালার ক্ষতি হয়েছে।
ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ায় শাক-সব্জি ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎ লাইনের উপর গাছ পালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।