টকটকে লাল ফলটি দিয়ে বিশ্বরেকর্ড গড়ল এক ইসরায়েলি

টকটকে লাল ফলটি দিয়ে বিশ্বরেকর্ড গড়ল এক ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে বড় স্ট্রবেরি ফলিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এক ইসরায়েলি। তিনি তার নিজের ফার্মে সর্বোচ্চ ২৮৯ গ্রাম ওজনের একটি স্ট্রবেরি ফলিয়েছেন, অর্জন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পুরস্কার। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, লম্বায় ফলটি ১৮ সেন্টিমিটার এবং এর পরিধি ৩৪ সেন্টিমিটার।

টকটকে লাল ফলটি দিয়ে বিশ্বরেকর্ড গড়ল এক ইসরায়েলি
ছবি সংগৃহীত

সাধারণ স্ট্রবেরির তুলনায় যার ওজন প্রায় পাঁচ গুণ। বিশ্বখ্যাত এই কৃষকের নাম কাহি আরিয়েল। মধ্য ইসরায়েলের গ্রাম কাদিমায় তার ফার্ম। সেখানে তিনি বিশেষ এক প্রজাতির স্ট্রবেরি চাষ করেন। যার বীজ উন্নত করা হয়েছে ইসরায়েলের ভলকানি ইনস্টিটিউটে। গত বছর প্রচণ্ড শীতের কারণে ফলগুলো সহজে পাকছিল না। এতে বেশ চিন্তায় পড়ে যান আরিয়েল। কিন্তু তিনি যখন দেখেন, তার স্ট্রবেরিগুলো আরও বড় হচ্ছে, তখন স্বপ্ন দেখেন বিশ্বরেকর্ডের।

সংগ্রহ করেন তার ক্ষেতের সবচেয়ে বেশি ওজনের ফলটি। কোনোরকম দেরি না করে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে ফলটি সংরক্ষণ করেন ফ্রিজে। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে বলে গিনেস কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। আরিয়েল বলেন, এই অসামান্য অর্জনের সংবাদ পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। এর আগে ২০১৫ সালে জাপানি এক কৃষককে এই পুরস্কার দিয়েছিল সংস্থাটি। তখন তিনি সর্বোচ্চ ২৫০ গ্রাম ওজনের স্ট্রবেরি ফলিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সূত্র :গালফ নিউজ।

হঠাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা