নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গ্যাং সদস্যের বাঁ হাতের চারটি আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষ দল। আহত হয়েছেন আরও দুইজন।

ঘটনাটি ঘটেছে রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে টঙ্গীর ভরান এলাকায়।
আহতরা হলেন তাসরিফ (২৫), আবীর (২৪) ও সিয়াম (২৪)। তাদের মধ্যে তাসরিফের হাতের আঙুল চারটি বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে ভরান এলাকায় দুই গ্যাংয়ের সদস্যরা জড়ো হয়। এরপর এলাকায় আধিপত্য নিয়ে শুরু হয় তুমুল সংঘর্ষ। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামে পরিচিত গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষ ‘তাসরিফ বাহিনী’র প্রধান তাসরিফকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে চারটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। একই সঙ্গে আবীর ও সিয়ামকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, “দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে টঙ্গী এলাকায় কিশোর গ্যাং সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে। আধিপত্য ও প্রতিশোধের সংঘর্ষে ঘটছে একের পর এক রক্তক্ষয়ী ঘটনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



