নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনা কল্যাণ ভবনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি টঙ্গী পূর্ব থানার ব্লু ফ্যাশন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যান মাহফুজুর। ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি। রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বাস থেকে নেমে হেঁটে টঙ্গীর বাসায় ফেরার পথে সেনা কল্যাণ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা জিনিসপত্র নিতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাহফুজুরের পেটে দুইবার আঘাত করে পালিয়ে যায়।
দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, “ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।