নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর পাগাড় শাহ সাহেব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, আজ দুপুরে ওই এলাকার খোকনের ঝুটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা আগুন নেভাতে এগিয়ে আসেন। এ সময় আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।
গুদামমালিক খোকন জানান, দুপুরে গুদামে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।