টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রনে বিএনপি-যুবদল ধাওয়া পাল্টা ধাওয়া

টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রনে বিএনপি-যুবদল ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে মহড়া দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়

টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রনে বিএনপি-যুবদল ধাওয়া পাল্টা ধাওয়া

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সাতাইশ শরিফ মার্কেট এলাকায় মসকট গ্রুপের ঝুট নিয়ে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর যুবদল এবং ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটান।

স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কারখানার ঝুট নিয়ে বিএনপি ও যুবদলের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েদিন আগে সাতাইশ এলাকায় কাই অ্যালুমোমিনিয়ামের অবষ্টিত অংশ নিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, শেখ সুমন এবং ইকতিয়ার খান, আলাউদ্দিনের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়।

এরমধ্যে শনিবার সকাল থেকেই মাসকট গ্রুপের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে মহড়া দিতে থাকে। একপর্যায় আলাউদ্দিনের লোকজন ঘটনাস্থল ছেড়ে দিলে সাজেদুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে দোকাপাট বন্ধ করে দেয়। পরে সড়কে যানবাহন ভাঙচুর করে পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। ঘটনাটি পরে শুনেছি। আমি মহানগর রাজনীতি করি। সবাই আমাদের লোক। ঘটনা নিয়ে নেতাদের সঙ্গে বসে মীমাংসা করা হবে।

মহানগর ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, আমরা যতক্ষন ছিলাম তখন তারা দুরে লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিল। পরে ঘটনাস্থল থেকে সরে আসার পর তারা কারখানার সামনে এসে যানবাহন ভাঙচুর করে লোকজনের মাঝে আতঙ্ক সৃস্টি করে। এরপর কারখানা থেকে ঝুট ভর্তি ট্রাক নিয়ে চলে যায় বলে শুনেছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ সড়কে ঝড়লো ২ প্রাণ