নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর যুবলীগের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল টঙ্গীতে বাড়ি ও জমি দখলের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। রুবেলের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রুবেল তাঁর সমর্থকদের নিয়ে আরিচপুর এলাকায় এক ব্যক্তির জমি ও বসতবাড়ি দখল করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় স্থানীয়দের একজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে, তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল ও তাঁর কয়েকজন সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জমি ও বাড়ি দখলের বিষয়টি স্বীকার করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, রুবেলের বিরুদ্ধে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেল ৫টার দিকে তাঁকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার অশোক কুমার পাল জানান, রুবেলকে বুধবার আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের অভিযোগ, রুবেল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন। তবে পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।