গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে টঙ্গী বাজার বস্তা পট্টি এলাকায় এ ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার গাজীপুর মর্গে প্রেরণ করেন।
নিহতরা হলেন, বাবা আব্দুল হালিম (৪০) এবং তার ছেলে মো.নোমান হোসেন (৮)।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক মো.মেজবাহ উদ্দিন জানান, টঙ্গী বাজার বস্তা পট্টি এলাকার জৈনক শাহজাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই । বাসার বারান্দা থেকে বাবার ঝুলন্ত লাশ ও ঘরের মেঝে থেকে ছেলের লাশ উদ্ধার করেছি । হালিম তার ছেলে নোমানকে হত্যা অভিযোগ করেছে হালিমের পরিবার। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারে নি। ঘটনার সময় পাশের একটি কক্ষে থাকা নিহত হালিমের স্ত্রী এ ঘটনার বিষয়ে কিছুই জানায়নি বলে দাবি পুলিশের।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।