টঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

গাজীপুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় ইসমাইল মণ্ডল (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বনমালা এলাকার শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

gazipur_map

ইসমাইল মণ্ডল কুষ্টিয়া জোলর কুমারখালী থানায় পানটি এলাকায় জামির মণ্ডলের ছেলে। সে বনমালা এলাকায় ভাড়া বাসায় নিজ পরিবারের সঙ্গে বাস করত।

পুলিশ জানায়, ইসমাইল বনমালা এলাকার একটি ফুচকার দোকানে কাজ করত। বৃহস্পতিবার রাতে ফুচকার দোকানে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপার হতে গেলে গাজীপুরগীমী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইসমাইল ও মোটরসাইকেল চালক বিজয় গুরুত্ব আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে চালক বিজয়কে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে কিশোর ইসমাইলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ইসমাইলের পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তর করা হয়েছে।’

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত