নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ, সহপাঠীকে মারধর ও হুমকির ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৮ জুলাই) সকালে মাদ্রাসার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলো—নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাজহারুল ইসলাম, জুবায়ের বিন আলতাফ, মাহির খান, আব্দুল্লাহ বিন ফয়সাল এবং নাসিমুল হাসান রোহান।
মাদ্রাসা সূত্র জানায়, গত ২৫ মে ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়া মাজহারুল ইসলামকে সহপাঠী সিফাত বিরক্ত করলে সে উত্তেজিত হয়। ক্লাসের বিরতির সময় মাজহারুল তার কয়েকজন বন্ধুসহ মিলে সিফাতকে মারধর করে। সহপাঠী ইফতেখার ইসলাম বাধা দিতে গেলে তাকেও দেখে নেওয়ার হুমকি দেয় তারা।
এ ঘটনায় বিকেলে সিফাতকে টঙ্গীর গাজীপুরা এলাকার বালাদিল আমিন মসজিদের সামনে থেকে ধরে নিয়ে পাশের একটি মাঠে আবারও মারধর করা হয়। এরপর ছাত্রাবাস থেকে তুলে এনে ইফতেখারকেও বেধড়ক মারধর করা হয়। আহত ইফতেখার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনা জানায়।
ঘটনার সত্যতা যাচাই করে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। অধ্যক্ষ হেফজুর রহমান বলেন, ‘মাদ্রাসার শৃঙ্খলা বজায় রাখতে বাধ্য হয়েই পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।