টঙ্গীর কেরানীরটেক বস্তিতে বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম শান্ত (১৭)। সে কেরানীরটেক এলাকার বাসিন্দা আলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ বস্তিতে একটি ছিনতাই করা মোবাইলফোন উদ্ধারে অভিযানে যায়। অভিযানের সময় বস্তির একটি ঘর থেকে হৃদয় (১৬) ও শান্ত (১৭) নামে দুই কিশোরকে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় বস্তির বাসিন্দা কুলসুমের নেতৃত্বে কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। সুযোগে শান্ত ঘরের পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়।
পরে খোঁজাখুঁজির পরও শান্তের হদিস পাওয়া যায়নি। ঘটনার প্রায় এক ঘণ্টা পরে বস্তির কারিমা নামের এক নারী পুলিশের খোয়া যাওয়া হ্যান্ডকাফটি ফেরত দেয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানিয়েছেন, হৃদয়ের ঘরে ঘুমন্ত অবস্থায় শান্তকে পাওয়া যায় এবং ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়। কিন্তু কয়েকজন নারীর বাঁধার কারণে শান্ত জানালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হৃদয়সহ তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি ওয়াহেদুজ্জামান বলেন, শান্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশের দায়িত্বে অবহেলা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।