নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণসহ ১২ দফা দাবি নিয়ে আন্দোলন করেছে নুভিস্তা ফার্মা লিমিটেডের শ্রমিকরা।
বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে ওই ১২ দফা দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
জানা যায়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণসহ ১২ দফা দাবি পেশ করেন শ্রমিকরা। আজ বুধবার তাদের দাবি সমাধানের চেষ্টার আশ্বাস দেয় মালিক পক্ষ। তবে দাবি পূরণের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত না পাওয়ায় আজও এ কর্মসূচি অব্যাহত রেখেছেন শ্রমিকরা।
নুভিস্তা ফার্মা লি. ম্যানেজিং ডিরেক্টর ফাহমিদ ওয়াশিক আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কারখানার প্রধান ফটকের সামনে ১২ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এছাড়া পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৭ আগস্ট) টঙ্গীর বিসিক এলাকায় নুভিস্তা ফার্মা লিমিটেডের শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করে। এটির মালিক সালমান এফ রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।