বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার আসছেন টঙ্গীর কিং হয়ে। ‘রাজন দ্য কিং’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে পাওয়া যাবে তাকে। অপূর্ব রুবেলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।
সম্প্রতি টঙ্গীর গোপালপুর শিশু বিদ্যানিকেতন এলাকার একটি বস্তিতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটির গল্প প্রসঙ্গে মুরসালিন শুভ বলেন, ‘গ্যাং লিডার কাশেমের দলের সদস্য রাজন। সে বোকাসোকা। সবার ধারনা রাজনের চাঁদাবাজি, খুন তো দূরের কথা, কাউকে শাসিয়ে ভয় দেখানোর সাহসও নেই। এরপর একদিন পথে যেতে যেতে রাজনকে নানা ধরনের পরামর্শ দিতে থাকেন লিডার কাশেম। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। রাজন কী করবে বুঝতে পারে না। তবে সাময়িক ধকল সহ্য করে লাশটা ইট ভাটায় গুম করে। হাতে নেয় বসের মুঠোফোন। হয়ে ওঠে কিং রাজন।’
নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বর্তমান বিশ্বের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটের ওপর এই টেলিফিল্ম নির্মিত হয়েছে।’
‘রাজন দ্য কিং’ নাটকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অর্ষা। এছাড়াও অভিনয়ে রয়েছেন শামীম হাসান সরকার, নওশিন দিশা, শেখ মাহবুব, হেদায়েত নান্নু, জুয়েল আমিনসহ আরও অনেকেই। আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি দেখানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।