জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে গত শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তিন দিনব্যাপী এই মাহফিল রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এরপর আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হবে দ্বিতীয় পর্ব, যা চলবে বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত।
এই প্রেক্ষাপটে সম্প্রতি, ইজতেমার প্রথম ধাপের রাতের দৃশ্যের দাবিতে পাকিস্তানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের টঙ্গীতে অনুষ্ঠিত ইজতেমার কোনো দৃশ্য নয়। তা ছিল গত বছর নভেম্বরে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত রায়উইন্ড ইজতেমার দৃশ্য।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও থেকে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানের লাহোরের সিটি ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজে ২০২৪ সালের ১২ নভেম্বর প্রচারিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি পাকিস্তানের লাহোরের রায়উইন্ড ইজতেমা-২০২৪ এর দৃশ্য।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানের লাহোরে অবস্থিত ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা ‘দ্য ন্যাশন’-এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর (রোববার) পাকিস্তানের লাহোরের রায়উইন্ড ইজতেমা ২০২৪-এর দ্বিতীয় পর্ব মাওলানা ইব্রাহিমের নেতৃত্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
পাকিস্তানের ‘দ্যা ট্রুথ ইন্টারন্যাশনাল’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের লাহোরের রায়উইন্ড ইজতেমা ২০২৪-এর প্রথম পর্বের সময়কাল ছিল ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর এবং দ্বিতীয় পর্বের সূচি ছিল ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর।
সুতরাং, ২০২৪ সালে পাকিস্তানের লাহোরের রায়উইন্ড ইজতেমার রাতের দৃশ্যকে বাংলাদেশের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দৃশ্য দাবিতে যা প্রচার করা হয়েছে তা বিভ্রান্তিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।