নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের ১৮ দিন পর অপহৃত কিশোরী বৃষ্টি রানীকে টাঙ্গাইল সখীপুরের গহীন জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, গত ১০ অক্টোবর টঙ্গীর বাসা থেকে মার্কেটে পরিবারের সঙ্গে বাইরে বের হয় বৃষ্টি। মার্কেটে ভিড়ের মধ্যে আলমগীর নামে এক যুবক বৃষ্টিকে অপহরণ করে অজানা জায়গায় নিয়ে যায়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্হান নিশ্চিত করে অভিযান চালায় পুলিশ।
Advertisement
১৮ দিনের মাথায় টাঙ্গাইল সখিপুর থানার সহযোগিতায় গহীন জঙ্গল থেকে বৃষ্টি রানীকে উদ্ধার করে বুধবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে অপহরণকারী আলমগীর গহীন জঙ্গলে পালিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



