স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তানও। আগামীকালের (৫ জুলাই) ম্যাচে দুই দলের টসেও নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া। তাই টসের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।
অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে চতুর্থ অবস্থানে থাকা নিউজিল্যান্ড। যদিও নেট রানরেটে পাকিস্তান থেকে অনেক এগিয়ে কেন উইলিয়ামসনরা। পাকিস্তানের নেট রানরেট -০.৭৯২, নিউজিল্যান্ডের +০.১৭৫।
তাই এ ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেই বাদ পড়ে যাবে পাকিস্তান, সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কিউইদের। আবার আগে ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে ৩৫০ রানের লক্ষ্যে ৩২১ রানে জিততে হবে পাকিস্তানকে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টস ইস্যুতে রোডস বলেন, ‘অসাধারণ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। কারণ ম্যাচের আগে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। মিডিয়ার সামনে প্রতিপক্ষের প্রধান কোচের এ বিষয়ে বক্তব্য আমি শুনেছি। সুতরাং আমি এখনই কিছু বলতে চাই না।
টস নিয়ে আমরা কি করতে যাচ্ছি কিংবা ম্যাচে কী মানসিকতানিয়ে নামবো আমি আপনাদের বলতে চাচ্ছি না। শুধু এটা বলতে পারি ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ এবং এটাই আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ আগামীকাল (৫ জুলাই) লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় লড়াইয়ে নামবে দুই দল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel