স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (১ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে আবারও বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রামে ছিলেন মাশরাফি।
এরপর আর কোনো খেলা না থাকায় মাঠে নামা হয়নি মাশরাফির। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ওয়ানডেতে মাঠে নামছেন বাংলাদেশ অধিনায়ক।
এদিকে চামু চিভাবার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ সামলানোর মূল দায়িত্বে থাকবেন ব্র্যান্ডন ম্যাককালাম, শন উইলিয়ামস, সিকান্দার রাজা এবং ক্রেইগ আরভিন। এছাড়া বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন এইন্সলে এনডিলোভু, ক্রিস পফু, কার্ল মুম্বারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।