স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরের সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের ম্যাচে দুবাইয়ে আজ শনিবার (৩০ অক্টোবর) মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। অর্থাৎ অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করবে।
দুই দলই দুটি করে ম্যাচ খেলে জিতেছে দুটিতেই। ইংল্যান্ড হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশকে। অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলেউড।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।